আন্তর্জাতিক

ইউক্রেনকে আর অস্ত্র দেবে না পোল্যান্ড

ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র পোল্যান্ড জানিয়েছে, তারা আর মিত্র দেশটিকে অস্ত্র সরবরাহ করবে না। কারণ শস্য নিয়ে ইউক্রেনের সঙ্গে তাদের কূটনৈতিক বিরোধ বাড়ছে। বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পোল্যান্ড একন আধুনিক অস্ত্র দিয়ে নিজেদের আত্মরক্ষার দিকে মনোযোগ দেবে।

পোল্যান্ড ইতিমধ্যে ইউক্রেনকে সোভিয়েত যুগের ৩২০টি ট্যাঙ্ক এবং ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান দিয়েছে এবং আরও কিছু যুদ্ধাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

সম্প্রতি পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ইউক্রেনীয় শস্যের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এ ঘটনায় মঙ্গলবার জাতিসংঘে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি উদ্বেগজনক যে কীভাবে ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু ‘রাজনৈতিক মঞ্চে’ সংহতি নিয়ে খেলছে। তারা শস্য নিয়ে উত্তেজনা তৈরি করছে। জেলেনস্কির এই মন্তব্যকে ‘পোল্যান্ডের বিষয়ে অযৌক্তিক বলে নিন্দা’ বলে অভিযোগ করেছে ওয়ারশ। মঙ্গলবার এই মন্তব্যের জেরে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ড।

বুধবার রাতে একটি টেলিভিশন চ্যানেলকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা আর ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছি না, কারণ আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সশস্ত্র করছি।’