প্রায় দুই মাস পরে জ্বালানি তেলের দাম কমাতে যাচ্ছে পাকিস্তান। ডিজেল ও পেট্রোলের দাম ১ থেকে ১৫ অক্টোবরের জন্য প্রতি লিটারে প্রায় ১৫ থেকে ১৯ রুপি করে কমানো হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানত রুপির (পাকিস্তানি মুদ্রা) মূল্যবৃদ্ধির কারণে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
দুটি অপরিহার্য জ্বালানির দাম এর আগে জুলাইয়ের মাঝামাঝি সময়ে কমানো হয়েছিল। ওই সময় পেট্রোল প্রতি লিটারে ৯ রুপি কমিয়ে ২৫৩ এবং ডিজেল প্রতি লিটারে ৭ রুপি কমিয়ে ২৫৩ দশমিক ৫০ রুপি করা হয়েছিল।
সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, বিদ্যমান করের হার এবং অন্যান্য খরচের উপর ভিত্তি করে আসন্ন পর্যালোচনায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ১৯ রুপি কমতে পারে। কারণ এর আন্তর্জাতিক মূল্য ব্যারেল প্রতি ১০১ থেকে কমে ৯৯ ডলার এবং ডলারের বিপরীতে রুপির দাম ১০ দশমিক ৫০ রুপি বেড়েছে।