আন্তর্জাতিক

গাজায় ৬ দিনে ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ছয় হাজারবোমা ফেলেছে। শুক্রবার ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ছয় দিনে গাজায় যে সংখ্যক বোমা ফেলা হয়েছে তা এক বছরে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বোমার সংখ্যার প্রায় সমান। অথচ আফগানিস্তানের আয়তন গাজার চেয়ে এক হাজার ৮০০ গুণ বেশি।

মধ্যপ্রাচ্যে চরমপন্থা ও সন্ত্রাস দমন কর্মসূচি ইনস্টিটিউটের পরিচালক চার্লস লিস্টারও এই পরিসংখ্যান দেখে অবাক হয়েছেন।

তিনি বলেছেন, ৩৬৫ বর্গকিলোমিটারের গাজায় ছয় দিনে ছয় হাজার বোমা! সেই তুলনায় ইরাক ও সিরিয়ার ৪৬ হাজার বর্গকিলোমিটার এলাকায় আইএস বিরোধী অভিযানে প্রতিমাসে গড়ে দুই হাজার ৫০০ বোমা ফেলা হয়েছিল।