আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৭

আফগানিস্তানে একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির বাঘলান প্রদেশের রাজধানী পোল-ই-খোমরিতে এই হামলার ঘটনা ঘটেছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল কারিমি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাই। তবে এই মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নেই।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নগরীরর ইমাম জামান মসজিদে জুমার নামাজের জন্য সমবেত হয়েছিলেন মুসল্লিরা। ওই সময় হামলার ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় ১৭ জন নিহত হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির বেশ উন্নতি হয়। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা এখনও তালেবানের জন্য হুমকি হিসাবে রয়ে গেছে। গোষ্ঠীটি প্রায়ই শিয়া মসজিদে বোমা হামলা চালিয়ে থাকে।