আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড় করছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনী একদিকে অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে, আরেকদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড় শুরু করেছে। রোববার পর্যন্ত পশ্চিম তীরে ৩৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে পশ্চিম তীর থেকে ৩৩০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৯০ জনের হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার পশ্চিম তীর থেকে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ১৯ জনকে আল-আমারি শরণার্থী শিবির থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।