আন্তর্জাতিক

হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে জীবনের সবচেয়ে বড় ভুল করবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের হিজবুল্লাহ যদি যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এটা হবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। রোববার ইসরায়েলের উত্তর সীমান্তে সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, ‘যদি হিজবুল্লাহ যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে তারা দ্বিতীয় লেবানন যুদ্ধের জন্য আকাঙ্ক্ষা করবে। তারা জীবনের সবচেয়ে বড় ভুল করবে। আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা তারা কল্পনাও করতে পারে না এবং এর তাৎপর্য লেবাননের জন্য ধ্বংসাত্মক হবে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী তার দেশের সেনাদের উদ্দেশে বলেছেন, ‘আমি জানি আপনারা বন্ধুদের হারিয়েছেন এবং এটি একটি খুব কঠিন বিষয়। কিন্তু আমরা আমাদের জীবনের জন্য, আমাদের বাড়ির জন্য লড়াই করছি। এটা কোনো অতিরঞ্জন নয়, এটা কোনো বাড়াবাড়ি নয়, এটাই এই যুদ্ধ। এটি হত্যা করা বা হত্যার শিকার হওয়া। তাদেরকে (ফিলিস্তিনিদের) হত্যা করা দরকার।’

প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে দেশের উত্তর সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল।