আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী পাঠালো ভারত

নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রীর তৃতীয় কিস্তি পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার কাঠমুন্ডুতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি সি-১৩০ ফ্লাইটে ৩৩ টন ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে নেপালের ইংরেজি দৈনিক মাই রিপাবলিকা। 

তিনটি ফ্লাইটে পাঠানো এসব সহায়তার মধ্যে রয়েছে তাঁবু এবং চাদর, কম্বল, স্লিপিং ব্যাগ। আরও আছে অত্যাবশ্যক ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হিসেবে অস্ত্রোপচারের সরঞ্জাম। সঙ্গে আছে পোর্টেবল ভেন্টিলেটর এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে স্বাস্থ্যপণ্য।

উল্লেখ্য, গেলো ৩ নভেম্বর নেপালে ভূমিকম্পে ১৫৭ জন নিহত হন। আহত হয়েছেন কয়েক শ’ মানুষ। ভূমিকম্পের পর এর আগে দুই দফায় ত্রাণ পাঠিয়েছিল ভারত। 

আবাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য খাতে ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনের জন্য ভারত নেপালকে এক বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে, যার মধ্যে নেপালের গোর্খা এবং নুওয়াকোট জেলায় ৫০ হাজার বাড়ি পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।