আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল

ইসরায়েল এবং হামাস যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি তৃতীয় দিনে প্রবেশ করেছে। এর মধ্যেই রোববার গাজার কেন্দ্রে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি কৃষক নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। 

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রোববার অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া চুক্তির প্রথম দিন শুক্রবারই দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরা সবাই বেসামরিক নাগরিক ছিল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের চার কমান্ডার নিহত হয়েছে। এদের মধ্যে এক জন উত্তর গাজায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার ছিলেন। তবে এরা কবে কখন নিহত হয়েছে তা জানায়নি হামাস।

গাজা উপত্যকায় শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয় ইসরায়েল ও হামাসের চার দিনব্যাপী যুদ্ধবিরতি। চুক্তির অন্যতম শর্ত হচ্ছে হামাসের হাতে বন্দি ৫০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিবে তেল আবিব।