সাইবার হামলার শিকার হয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। তবে হ্যাকাররা যেসব তথ্য হাতিয়ে নিয়েছে তাতে রকেট ও স্যাটেলাইট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কিছু ছিল না।
বুধবার জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অননুমোদিত অ্যাকসেসের ঘটনা ঘটে। সাইবার হামলার এই ঘটনা কখন ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশে রাজি হননি জাক্সার মুখপাত্র।
তিনি বলেন, ‘তারা একটি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পরে, তদন্ত চালিয়ে সাইবার হামলার ঘটনাটি জানতে পারেন।’ সংস্থাটির পরিচয় প্রকাশে রাজি হননি তিনি।
সাইবার হামলার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জাক্সার ওই মুখপাত্র।