আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইন দ্বীপপুঞ্জ অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার এ কম্পন অনুভূত হয়েছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির উৎস স্থল পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ছিল। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো  ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার, ফিলিপাইনের মিন্দানাওতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ঘটনায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।