আন্তর্জাতিক

চীনে কারখানা ধসে নিহত ৬, আহত ৩

দক্ষিণ চীনে স্টিলের ফ্রেম দিয়ে তৈরি একটি ওয়ার্কশপ ধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। 

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

চীনে ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। আইন না মেনে কাজ করার কারণে দেশটিতে ভবস ধসে পড়ার ঘটনা প্রায় সময়ই শোনা যায়। ২০২২ সালের এপ্রিলে মধ্য চীনে একটি ভবন ধসে ৫৩ জন নিহত হয়েছিল।