আন্তর্জাতিক

হুতিদের ওপর হামলার হুমকি ইসরায়েলের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি শনিবার বলেছেন, লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করার হুতিদের প্রচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় যদি ব্যর্থ হয় তাহলে ইসরায়েল ব্যবস্থা নেবে। 

হ্যানেগবি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও  ইউরোপীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা একটি শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন। ২০১৪ সাল থেকে তারা সৌদি আরব সমর্থিত জোটের বিরুদ্ধে লড়ছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তাদের সামুদ্রিক তৎপরতা বেড়েছে। তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে এমন বাণিজ্য জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

হানেগবি বলেন, ‘ইসরায়েল এটি প্রতিরোধে বিশ্বকে সংগঠিত করার জন্য কিছু সময় দিচ্ছে। কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। কিন্তু যদি  বৈশ্বিক ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা এই নৌ অবরোধ অপসারণের জন্য কাজ করব।’