আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে সম্মেলনের আহ্বান রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মস্কো বারবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে এবং হামাস এবং ইসরায়েলের সাথে কাজ করছে৷

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার সিনেটরদের বলেছেন, ‘এই সমস্যার চিরতরে সমাধানের একমাত্র উপায় এবং সঠিক সমাধান হচ্ছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করা।’

তিনি জানান, সম্মেলনে আরব লীগ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত।

ল্যাভরভ জানান, ‘জাতিসংঘের উচিত এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করা। আমি বিশ্বাস করি, জাতিসংঘের মহাসচিব এ ধরনের উদ্যোগে যথেষ্ট সক্ষম।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে অব্যাহত অবিচার, যাদের কাছে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল... অত্যন্ত গুরুতর সন্ত্রাসী ও চরমপন্থী অনুভূতিকে ইন্ধন দেয়।’