আন্তর্জাতিক

পশ্চিম তীরে মসজিদের ভেতরে ইহুদি প্রার্থনা সঙ্গীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনের একটি মসজিদের ভিতরে ইসরায়েলি সেনারা ইহুদিদের রীতি অনুযায়ী প্রার্থনা করেছে। তাদের এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ভিডিওতে দেখা গেছে, সেনারা জুতা পায়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে। তারা মসজিদের লাউডস্পিকার থেকে প্রার্থনা সম্প্রচার করতে মাইক্রোফোন ব্যবহার করেছে।

এ ব্যাপারে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সেনাদের এই আচরণ ‘গুরুতর এবং আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী।’ এ ঘটনায় সম্পৃক্তদের অবিলম্বে অপারেশনাল ডিউটি থেকে প্রত্যাহার করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী জেনিনে কয়েকদিন ধরে অভিযান চালিয়েছে। তারা সেখানকার শরণার্থী শিবিরের ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে।