আন্তর্জাতিক

লিবিয়ার উপকূলে জাহাজডুবি, ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

লিবিয়ার উপকূলে জাহাজডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জীবিতদের উদ্ধৃত করে জাতিসংঘের সংস্থাটি শনিবার জানিয়েছে, জাহাজটি প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর ছেড়েছিল। উঁচু ঢেউ নৌকাটিকে ভাসিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের প্রধান প্রস্থান পয়েন্টের মধ্যে লিবিয়া অন্যতম। 

আইওএম-এর অনুমান, শুধুমাত্র চলতি বছর পারাপারের চেষ্টা করার সময় ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছে। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ ঘটনার শিকার বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশের নাগরিক।