আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলা, নিহত ১৮

রাশিয়া শুক্রবার ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় হামলা। হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে স্কুল, একটি মাতৃত্বকালীন হাসপাতাল, শপিং আর্কেড এবং ফ্ল্যাটের ব্লক রয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আজ রাশিয়া তার অস্ত্রাগারে থাকা প্রায় সবকিছু দিয়ে আমাদের আঘাত করেছে।’

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের ওপর ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এবং এর মধ্যে ১১৪টি ধ্বংস করা হয়েছে।