ইউক্রেন গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম রাশিয়ার লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। শনিবার রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হামলায় বেলগোরোড শহরে এক শিশুসহ ১০ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা ইউক্রেন থেকে ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে।
এর আগে শুক্রবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই হামলায় শনিবার পর্যন্ত ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলাগুলোকে ইউক্রেনের বিরুদ্ধে এ পর্যন্ত যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র বোমা হামলা বলে বর্ণনা করেছে কিয়েভ।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার উপর ধারাবাহিক আক্রমণে ৭০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছিল। ব্রায়ানস্ক অঞ্চলের একটি ইলেকট্রনিক কারখানায় ড্রোন সফলভাবে আঘাত হেনেছে। ওই কারখানাটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী ব্যবস্থার মতো রুশ সামরিক সরঞ্জাম তৈরি করতে ব্যবহৃত হয়।