আন্তর্জাতিক

লোহিত সাগরে হুতিদের ৩ জাহাজে মার্কিন হামলা

মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের তিনটি জাহাজ ধ্বংস করেছে। ওই জাহাজগুলোতে থাকা হুতিরা একটি কন্টেইনার জাহাজে ওঠার চেষ্টা করেছিল। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে চারটি জাহাজ মারস্ক হ্যাংজুতে গুলি চালায় এবং কন্টেইনার জাহাজের খুব কাছাকাছি চলে যায়। নিকটবর্তী মার্কিন যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টারগুলো এ সংক্রান্ত ডিসট্রেস কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।  জাহাজগুলো লক্ষ্য করে গুলি চালানো হলে তিনটি ডুবে যায় এবং ক্রুরা নিহত হয়। চতুর্থ জাহাজটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

হুতি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এই পথ দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা এ পর্যন্ত শতাধিক  ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিদের দাবি, তাদের আক্রমণগুলো গাজা যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।