আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বাড়ছে ডেঙ্গু রোগী

শ্রীলঙ্কায় ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দেশটির ন্যাশনাল ডেঙ্গু কন্ট্রোল ইউনিট (এনডিসিইউ) মঙ্গলবার (১৬ জানুয়ারি) সর্বশেষ আপডেটে বলেছে, চলতি বছরের জানুয়ারি মাসে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় ৫ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, এনডিসিইউ জানিয়েছে, জানুয়ারির প্রথমার্ধে ৫ হাজার ৮২৯টি ডেঙ্গু কেস রিপোর্ট করা হয়েছে।

দেশটির পশ্চিম প্রদেশে সবচেয়ে বেশি ১ হাজার ৯৫৬টি কেস রিপোর্ট হয়েছে, এরপরে উত্তর প্রদেশে ১ হাজার ৩৯০টি কেস রিপোর্ট রয়েছে।

গত বছর, শ্রীলঙ্কায় ৮৮ হাজার ৩৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয় ৫৭ জনের।

দক্ষিণ এশিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানুয়ারির শুরুতে মশাবাহিত রোগের বিস্তার রোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করেছিল।