বেলুচিস্তান প্রদেশে বিমান হামলার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।
বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে তেহরান সফর করছেন তিনি আপাতত আর ফিরে নাও আসতে পারেন।’
মঙ্গলবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলায় দুই শিশু নিহত হয়েছে। বিনা অনুমতিতে ইরানের এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ওই দিনই তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তান সরকার একে আকাশসীমার ‘প্ররোচনাহীন লঙ্ঘন’ এবং ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ ঘট বলে উল্লেখ করেছে। তাৎক্ষনিক প্রতিক্রিয়া ইসলামাদ হুমকি দিয়ে বলেছিল, এ ঘটনা ‘গুরুতর পরিণতি’ ডেকে আনতে পারে।