কানাডা দুই বছরের জন্য বিদেশী শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার দেশটি এ ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক মাত্রায় বাড়ায় দেশটির আবাসন সংকটের ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত বছর কানাডা প্রায় ১০ লাখ বিদেশী শিক্ষার্থীকে ভিসার অনুমোদন দিয়েছিল। এই সংখ্যা এক দশক আগের তুলনায় প্রায় তিনগুণ। নতুন প্রস্তাবে এই সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে দেওয়া হয়েছে।
কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেছেন, লিবারেল সরকার ছাত্র ভিসার উপর একটি অস্থায়ী বিধি- দুই বছরের জন্য চালু করবে, যার ফলে ২০২৪ সালে প্রায় তিন লাখ ৬৪ হাজার ভিসা ইস্যু হবে।
নতুন প্রস্তাবে বিদেশী শিক্ষার্থীদের জন্য জারি করা স্নাতকোত্তর ওয়ার্ক পারমিটের সীমাও নির্ধারণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের তাদের নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করবে। এই পারমিটকে আগে স্থায়ী বসবাসের জন্য একটি সহজ পথ হিসাবে দেখা হত। যারা স্নাতকোত্তর বা পোস্ট ডক্টরেট প্রোগ্রাম করছেন তারা তিন বছরের ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য হবেন।
মিলার জানিয়েছেন স্নাতক এবং কলেজ প্রোগ্রামসহ অন্যান্য স্তরের অধ্যয়নে নথিভুক্ত আন্তর্জাতিক ছাত্রদের স্ত্রীরা আর ভিসার যোগ্য হবে না। ২০২৫ সালে নতুন শিক্ষা ভিসা আবেদনের গ্রহণযোগ্যতা চলতি বছরের শেষে পুনর্মূল্যায়ন সাপেক্ষে হবে।