আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের হ্যাঙ্গার ধসে নিহত ৩, আহত ৯

যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের রাজধানী বোসিতে বোয়েস বিমানবন্দরে একটি নির্মাণাধীন হ্যাঙ্গার ধসে তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। বোয়েস দমকল বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে, নিহত তিনজন ঘটনাস্থলেই মারা যান। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। একাধিক ক্ষতিগ্রস্তকে উদ্ধার করা করেছে।

কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এটি জ্যাকসন জেট সেন্টারের পাশে ঘটেছে, যেখানে ব্যক্তিগত বিমান চার্টার ও রক্ষণাবেক্ষণ করা হয়।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিল। দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য পাওয়া যায়নি।

জ্যাকসন জেট সেন্টারের সিইও জেসিকা ফ্লিন এক বিবৃতিতে বলেছেন, এই ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে। 

ফ্লিন জানান, ধসের ঘটনাটি জ্যাকসন জেট সেন্টারের ঠিক পশ্চিমে এমন একটি স্থানে ঘটেছে, যেখানে কোম্পানির নতুন হ্যাঙ্গার নির্মাণাধীন ছিল। কয়েক ডজন নির্মাণকর্মী সেখানে কাজ করছিল।

ফ্লিন বলেন, ‘হ্যাংগার ধসের কারণ কী তা আমরা জানি না। আমাদের ফোকাস এখন এই কঠিন সময়ে আমাদের টিম ও অংশীদারদের সমর্থন করা।’