আন্তর্জাতিক

কারেলিয়া লেকে রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের আওতাধীন একটি এমআই-৮ হেলিকপ্টার দেশটির উত্তর কারেলিয়া অঞ্চলের লেকে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন। খবর রয়টার্সের।

রুশ জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, নিখোঁজ ক্রুদের সন্ধানে অভিযান চলছে। 

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে মন্ত্রণালয় জানিয়েছে, ‘হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল এবং একজন অভিজ্ঞ ক্রু দ্বারা চালিত হয়েছিল।’

রোববার গভীর রাতে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ কারেলিয়ায় ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ওনেগা লেকের তীর থেকে ১১ কিলোমিটার দূরে ৫০ মিটার গভীরতায় পাওয়া গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান পরিচালনায় তারা ডুবুরি ও রিমোট-নিয়ন্ত্রিত একটি ডুবো যান মোতায়েন করেছে। 

টেলিগ্রাম পোস্টে ক্রু সদস্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

কারেলিয়া অঞ্চল দুটি ভাগে বিভক্ত: ফিনল্যান্ডের কারেলিয়া অঞ্চল এবং রাশিয়ার উত্তর-পশ্চিম অংশে রাশিয়ান রিপাবলিক অব কারেলিয়া।