আন্তর্জাতিক

পাকিস্তানের জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার লিজ থ্রোসেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানে বৃহস্পতিবারের সংসদীয় নির্বাচনের আগে, আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদের বিরুদ্ধে সব সহিংসতার নিন্দা জানাই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।’

জাতিসংঘের কার্যালয় পিটিআই নেতা ইমরান খানের বিরুদ্ধে আনা একাধিক মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি।

লিজ থ্রোসেল বলেছেন, ‘আমরা আশা করছি উচ্চ আদালত যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের অধিকারের সাথে সঙ্গতি রেখে এই সিদ্ধান্তগুলো সাবধানতার সাথে পর্যালোচনা করবে। সব যোগ্য পক্ষকে অবশ্যই ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে।’