নির্বাচনের দিন মোবাইল ফোন এবং ডেটা পরিষেবা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দেশে সাম্প্রতিক সন্ত্রাসবাদের ঘটনা উল্লেখ করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই বছর পর এই নির্বাচন হচ্ছে। ইমরান খানকে বেশ কয়েকটি মামলায় দণ্ড দিয়ে কারাগারে রাখা হয়েছে। নির্বাচনে তাকে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। অনেক বিশ্লেষক বলছেন, পাকিস্তানের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নির্বাচন হচ্ছে এবার।
বিবিসি জানিয়েছে, মোবাইল কল এবং ডেটা পরিষেবা উভয়ই স্থগিত করা হয়েছে। তবে ওয়াইফাই নেটওয়ার্ক এখনও কাজ করছে বলে মনে হচ্ছে।
একজন ভোটার জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন। ‘এই ধরনের প্রতিবন্ধকতার পরিবর্তে ভোটারদের সুবিধা দেওয়া উচিত’
লাহোর শহরের অনেক ভোটার বিবিসিকে জানিয়েছেন, ইন্টারনেট ব্ল্যাকআউটের অর্থ হচ্ছে, ভোট দেওয়ার জন্য ট্যাক্সি বুক করা সম্ভব নয়। অন্যরা জানিয়েছেন, কখন ভোট কেন্দ্রে যেতে হবে তা সমন্বয় করার জন্য তারা পরিবারের অন্য সদস্যদের সাথে চ্যাট করতে পারছেন না।