আন্তর্জাতিক

গ্রিসে শিপিং কোম্পানিতে গোলাগুলির ঘটনায় নিহত ১, আহত ২

গ্রিসের রাজধানী এথেন্সে একটি শিপিং কোম্পানিতে গোলাগুলির বিরল ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইআরটির খবরে বলা হয়েছে, দক্ষিণ শহরতলি গ্লাইফাদারে অবস্থিত একটি শিপিং কোম্পানির সাবেক এক কর্মচারী আজ সোমবার সেখানে বন্দুক হামলা চালিয়েছে। 

রয়টার্স জানায়, শিপিং কোম্পানিটির নাম ও হামলাকারীর নাম তাৎক্ষণিকভাবে ইআরটি জানায়নি। বন্দুকধারী এখনও ভবনে রয়েছে বলে খবরে বলা হয়েছে। পুলিশ চারপাশের পুরো এলাকা ঘিরে রেখেছে।

ইউরোপের দেশ গ্রিসে বন্দুক হামলার ঘটনা বেশ বিরল।