আন্তর্জাতিক

কারাগারে মৃত্যু পুতিনের কট্টর সমালোচক নাভালনির 

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। শুক্রবার রুশ কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নাভালনি হাঁটতে যাওয়ার পরে চেতনা হারিয়েছিলেন। এরপর আর তার জ্ঞান ফিরে আসেনি।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নাভালনি হাঁটার পর খারাপ বোধ করেন, প্রায় সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেন। মেডিকেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এবং একটি অ্যাম্বুলেন্স  ডাকা হয়েছিল।’

২০২১ সালে জার্মানি থেকে ফিরে আসার পর বিভিন্ন অভিযোগে নাভালনিকে আটক করে কারাগারে পাঠানো হয়। পরে একাধিক মামলায় তাকে ১৯ বছরের জেল দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে বিভিন্ন অধিকার গোষ্ঠী।