আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন ড্রোন বিধ্বস্ত করল হুতিরা

ইয়েমেনে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির হামলায় এমকিউ–৯ রিপার নামে একটি ড্রোন ধ্বংস হয়েছে বলে গতকাল মঙ্গলবার পেন্টাগন জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘ড্রোনটি লক্ষ্য করে হুতিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে। যা ড্রোনটি ভূপাতিত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে।

তিনি বলেন, ‘ড্রোনটি ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়। ভূপাতিত ড্রোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’

এদিকে একই দিন এডেন উপসাগরে দুটি আমেরিকান জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। বেশ কয়েক মাস থেকে হুতিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। 

গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল হুতিরা।