আন্তর্জাতিক

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন।

উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক বাড়িতে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে দফায় দফায় হামলা চালায়। এতে এসব বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। নিহত হয় ৪০ ফিলিস্তিনি। যার বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে উল্লেখ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএন।