আন্তর্জাতিক

৫০ বছর পর চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান

পাঁচ দশক পর আবার চাঁদে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে এই মহাকাশযান।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ষড়ভুজ আকৃতির মহাকাশযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে।

আরও বলা হয়, ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে এই প্রথম চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে নাসা। সর্বশেষ ১৯৭২ সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে নাসা।