থাইল্যান্ডে ২০২৩ সালে এক কোটিরও বেশি মানুষ বায়ুদূষণের সঙ্গে সম্পৃক্ত অসুস্থতার জন্য চিকিৎসা নিয়েছেন। বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডের বায়ুর মান খারাপ হওয়ার কারণে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিষদের (এনইএসডিসি) তথ্য এসেছে।
ব্যাপক হারে ক্ষেত পোড়ানো এবং বনের আগুন, বিশেষ করে দেশের উত্তরে- বছরের শুরুতে প্রায়ই বিষাক্ত ধোঁয়াশা তৈরি করে। চলতি বছরের শুরুতে আগের বছরের তুলনায় দূষণজনিত রোগের হার বেড়েছে।
২০২৩ সালের প্রথম নয় সপ্তাহে বায়ুদূষণের কারণে ১৩ লাখ মানুষ বায়ু দূষণজনিত অসুস্থতার শিকার হয়েছিলেন। চলতি বছরের একই সময়ে এই সংখ্যা ১৬ লাখে পৌঁছেছে।
আক্রান্ত রোগগুলোর মধ্যে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অবস্থা রয়েছে।
এনইএসডিসি বলেছে, ‘থাইল্যান্ডকে অবশ্যই জনস্বাস্থ্যে পিএম ২.৫ এর প্রভাবকে গুরুত্ব দিতে হবে।’
পিএম ২.৫ বলতে ক্ষুদ্র, বিপজ্জনক কণার স্তর বোঝায় - যার ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার চেয়ে ছোট। এই কণা ফুসফুসে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।