আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। 

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কেজরির বাড়িতে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই সময় বাজেয়াপ্ত করা হয় তার ফোন। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী ও সমর্থকেরা। গোটা রাজধানীতে প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেজরির বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়।

শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।