আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত ১৩৭ শিক্ষার্থীকে উদ্ধার

নাইজেরিয়ার সেনাবাহিনী অপহৃত ১৩৭ শিক্ষার্থীকে উদ্ধার করেছে। রোববার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনার কুরিগা শহরে ৭ মার্চ ২৮৭ জন শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা। এদের মুক্তির জন্য ৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার দাবি করেছিল অপহরণকারীরা।

সামরিক মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা বলেছেন, প্রতিবেশী রাজ্য জামফারা থেকে রোববার ভোরে ১৩৭ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭৮ জন মেয়ে এবং ৬১ জন ছেলে।

বুবা এক বিবৃতিতে বলেন, ‘২৪ শে মার্চ সামরিক বাহিনী স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি সংস্থার সাথে সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে জিম্মিদের উদ্ধার করেছে।’

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আগে একটি জঙ্গলে মুক্ত করা হয়েছিল এবং তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার আগে মেডিকেল পরীক্ষার জন্য কাদুনার রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল।

উদ্ধার অভিযান চলাকালে অপহরণকারীদের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংঘর্ষ হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।