হাঙ্গেরিতে প্রতিযোগিতা চলাকালীন একটি রেস কার সড়ক থেকে ছিটকে দর্শকদের গায়ে ধাক্কা দিয়েছে। এতে চারজন নিহত ও আরো আটজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৪ মার্চ) হাঙ্গেরিতে উত্তর-পশ্চিমাঞ্চলের দুই শহরের মাঝে আয়োজন করা হয় কার রেসের। খেলা দেখতে পথের দুই ধারে ভিড় জমান হাজার হাজার দর্শক। খেলার শুরুর কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি। নির্দিষ্ট লেন ছেড়ে নেমে যায় রাস্তার পাশে। সজোরে ধাক্কা দেয় খেলা দেখতে আসা দর্শকদের।
দুর্ঘটনার পরে প্রতিযোগিতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে হাসপাতালে নেয়া হয় হতাহতদের। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রেসের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দর্শকদের মধ্যে চলে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।