আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪২

সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় ৪২ জন লোক নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর সদস্য এবংসিরিয়ান সেনা রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ভোররাতে আলেপ্পোর দক্ষিণ শহরতলী জিবরিনে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবং কাছাকাছি একটি শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ডিপোতে বিমান ও ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনায় ৩৬ জন সিরীয় সেনা এবং হিজবুল্লাহর ছয় যোদ্ধা নিহত হয়। এছাড়া আহত হয় আরও অর্ধশত মানুষ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে, ‘কমপক্ষে ৩৬ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। এটি লক্ষণীয় যে সিরিয়ার ভূখণ্ডে একক ইসরায়েলি হামলায় শাসক বাহিনীর মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।’

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলাগুলো ছিল আল-সাফেরাতে বিমান প্রতিরক্ষা বাহিনীর অবস্থান লক্ষ্য করে।

এ ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েল প্রায়ই সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে থাকে। এ ব্যাপারে বরাবরই কোনো মন্তব্য করে না তেল আবিব।