আন্তর্জাতিক

মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলা

মিয়ানমারের সুরক্ষিত রাজধানী নে পি দোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে জান্তাবিরোধীরা। বৃহস্পতিবার এ দাবি করা হয়েছে।

নিজেকে নির্বাসিত সরকার বলে দাবি করা জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, তারা বিমানবন্দর, বিমান বাহিনী ঘাঁটি এবং সেনা সদর দফতরে বিস্ফোরক দিয়ে সজ্জিত ২৯টি ড্রোন মোতায়েন করেছে।

জান্তা জানিয়েছে, তারা কয়েকটি ড্রোন আটকে দিয়েছে, সাতটিকে গুলি করেছে। এগুলোর মধ্যে একটি রানওয়েতে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এনইউজে ক্ষমতাচ্যুত অং সান সু চির নেতৃত্বে নির্বাচিত বেসামরিক সরকারকে প্রতিনিধিত্ব করছে। ২০২১ সালের পর থেকে এটি এবং অন্যান্য বিরোধী দলগুলো জান্তা শাসনের বিরুদ্ধে লড়াই করছে। ইতিমধ্যে জান্তা দেশের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে।

রাজধানীতে বৃহস্পতিবার সকালে রাজধানীতে আক্রমণ জান্তার বিরুদ্ধে আরেকটি সাহসী এবং বিরল অনুপ্রবেশ বলে মনে করা হচ্ছে।