আন্তর্জাতিক

‘বিষ’ মেশানো চিঠি পাচ্ছেন পাকিস্তানে বিচারকরা

পাকিস্তানের এক ডজনেরও বেশি সিনিয়র বিচারক মঙ্গলবার থেকে সন্দেহজনক সাদা পাউডার সম্বলিত চিঠি পেয়েছেন। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের আটজন বিচারক একই ধরনের চিঠি পেয়েছেন। ইংরেজিতে লেখা এসব চিঠিতে ‘পাকিস্তানের বিচার ব্যবস্থার’ সমালোচনা করা হয়েছে এবং এমনকি ব্যাসিলাস অ্যানথ্রাসিস শব্দটিও উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইসলামাদে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যাসিলাস অ্যানথ্রাসিস হল একটি ব্যাকটেরিয়া যা অ্যানথ্রাক্সের কারণ হতে পারে। 

বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসাসহ সুপ্রিম কোর্টের চার বিচারপতি এবং লাহোর হাইকোর্টের পাঁচজন বিচারক সন্দেহভাজন ‘বিষাক্ত’ উপাদান যুক্ত অনুরূপ চিঠি পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, তেহরিক-ই-নামুস পাকিস্তান নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী সন্দেহজনক চিঠিগুলোর দায় স্বীকার করেছে।

ইসলামাবাদ ও লাহোরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চিঠিগুলো এবং সেগুলোর বিষয়বস্তু তদন্তের জন্য ফরেনসিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সাদা পাউডার আসলে কী ছিল তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

তদন্তে জড়িত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বলেছেন, ‘আমরা আমাদের তদন্ত পরিচালনা করছি এবং অগ্রগতি হওয়ার সাথে সাথে আমরা সর্বশেষ তথ্য সরবরাহ করব।’