আন্তর্জাতিক

ইসরায়েলকে যুদ্ধাপরাধে দায়ী করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস

গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে দায়ী করার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি প্রস্তাব গ্রহণ করেছে।

শুক্রবার ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোট দানে বিরত ছিল ১৩ দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে ছয় দেশ।

প্রস্তাবে ‘দায়মুক্তির অবসানের জন্য আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।’

এতে  ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের প্রতিবেদনে গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই প্রস্তাব জয়যুক্ত হলেও তা মানতে কোনো দেশ বাধ্য নয়। তবে এ ধরনের প্রস্তাব ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ জোরদার করবে বলে ধারণা করা যায়।