আন্তর্জাতিক

সীমান্ত ছেড়ে পালিয়েছে মিয়ানমারের সেনারা

বিদ্রোহী বাহিনীর সঙ্গে কয়েকদিন ধরে চলা লড়াইয়ের পর প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তবর্তী এক শহরকে সংযুক্ত করা সেতুর নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। সীমান্তবর্তী মায়াবতী শহরের ওই সেতু থেকে বৃহস্পতিবার জান্তা বাহিনীর প্রায় ২০০ সেনা পালিয়ে গেছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সামরিক জান্তা দেশের বেশ কয়েকটি অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। গত বছরের অক্টোবর জান্তা বাহিনী কয়েকটি সীমান্ত অঞ্চলে পরাজয় বরণ করেছে।

মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র কিয়াও জাও রয়টার্সকে বলেছেন, ‘আজ কেএনইউ-এর নেতৃত্বাধীন যৌথ প্রতিরোধ বাহিনী মায়াবতীর অবশিষ্ট সামরিক ঘাঁটি দখল করেছে।’

তিনি বলেন, ‘এটি আমাদের বিপ্লবের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়, কারণ মায়াবতী জান্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর, যা সীমান্ত বাণিজ্য থেকে আয়ের অন্যতম প্রধান (উৎস)।’

মিয়ানমার জান্তার একজন মুখপাত্রের মন্তব্য জানতে তিনি টেলিফোন কলের জবাব দেননি।