আন্তর্জাতিক

ইসরায়েলে মার্কিন কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে নিজেদের কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, কর্মীদের বৃহত্তর জেরুজালেম, ‘সতর্কতার কারণে’ তেল আবিব বা বেরশেবা এলাকার বাইরে ভ্রমণ না করতে বলা হয়েছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ইরানি জেনারেলসহ ১২ জন নিহত হয়। তেহরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল বিষয়টি এখনও স্বীকার করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।