গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩৪ হাজার ১২ জন নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে ৭৬ হাজার ৮৩৩ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪২ জন নিহত হয়েছে এবং ৬৩ জন আহত হয়েছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, গাজা যুদ্ধে নিহত প্রায় এক তৃতীয়াংশ- অন্তত ১০ হাজার নারী। এদের মধ্যে ছয় হাজার মা ছিলেন, যারা ১৯ হাজার শিশুকে এতিম করেছেন।