ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সামরিক ইউনিটের যেকোনো অংশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো রোববার জানিয়েছে, পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অংশের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ওই অংশটি হচ্ছে নেতজাহ ইহুদা ব্যাটালিয়ন। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিলে তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ প্রথমবারের মতো মার্কিন সরকার ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্যবস্তু করেছে। এ ঘটনা ইসরায়েলি রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। রোববার ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, অন্যান্য পুলিশ ও সামরিক ইউনিটের বিরুদ্ধেও একই পদক্ষেপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে যে তারা আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী)-এর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে- তাহলে আমি আমার সব শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’