আন্তর্জাতিক

কানাডার পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল

কানাডার পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। কর্তৃপক্ষ ব্রিটিশ কলাম্বিয়ার একটি শহর খালি করতে এবং আলবার্টার একটি তেল কেন্দ্রের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আলবার্টা কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল চরম এবং নিয়ন্ত্রণের বাইরে। ফোর্ট ম্যাকমুরে থেকে ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১ হাজার ৯৯২ হেক্টর জমিজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ায় নর্দার্ন রকিজ রিজিওনাল মিউনিসিপ্যালিটি এবং ফোর্ট নেলসন ফার্স্ট নেশনস-এর হাজার হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। এখানে ১ হাজার ৬৯৬ হেক্টর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে।

নর্দার্ন রকিস আঞ্চলিক পৌরসভার মেয়র রব ফ্রেজার জানিয়েছেন, ফোর্ট নেলসনের আশেপাশের তিন হাজার ৫০০ বাসিন্দার বেশিরভাগকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রবল বাতাসের কারণে একটি গাছ বিদ্যুতের লাইনে পড়ে দিয়ে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নেভাতে ৯টি হেলকপ্টার ও অগ্নিনির্বাপন ইউনিট কাজ করছে।