ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলকে গাজার রাফাহতে সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, অভিযান বন্ধে ব্যর্থ হলে ব্লকের সাথে ইসরায়েলের সম্পর্ক নষ্ট হবে। বুধবার ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেলের স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘ইসরায়েল যদি রাফাহতে তার সামরিক অভিযান চালিয়ে যায়, তবে এটি অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউর সম্পর্কের উপর অত্যন্ত চাপ সৃষ্টি করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান ‘গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং আরও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষ এবং মানুষের দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।’
ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরায়েলের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার।
জোসেপ বোরেল বলেছেন, ‘যদিও ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে তা (অভিযান পরিচালনা) করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।’