উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা গারুদার একটি উড়োজাহাজ। উড়োজাহাজটিতে ৪৫০ জন হজযাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন।
বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে। বোয়িং ৭৪৭-৪০০ সিরিজের উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে রওনা হয়েছিল।
গারুদা ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলেছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটির একটি ইঞ্জিনে আগুন ধরা পড়লে দ্রুত মূল বিমানবন্দরে ফিরে আসে।
বিবৃতি আরও বলা হয়, ৪৫০ জন হজযাত্রী ও ১৮ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্লেন ক্র্যাশ ডেটা ইভালুয়েশন ফার্ম জেএসিডিইসি এ ঘটনার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি উড্ডয়নের কিছু সময় পরপরই সেটির একটি ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ছড়াচ্ছে।
গারুদার নির্বাহী পরিচালক ইরফান সেতিয়াপুত্রা এক বিবৃতিতে বলেন, ‘বিমানটি উড্ডয়নের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন দেখতে পাওয়া মাত্র তাৎক্ষণিক বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।’
তিনি জানান, ঘটনার তদন্ত চলছে বলে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করা হয়েছে।