জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো ‘জলবায়ু বিশৃঙ্খলার গডফাদার’ এবং প্রতিটি দেশে এসব কোম্পানির বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত। বিশ্বব্যাপী উত্তাপের বিষয়ে ভয়ঙ্কর নতুন বৈজ্ঞানিক সতর্কবার্তা দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন।
বুধবার নিউ ইয়র্কে ভাষণ দেওয়ার সময় গুতেরেস সংবাদ ও প্রযুক্তি মিডিয়াকে জীবাশ্ম জ্বালানির বিজ্ঞাপনের অর্থ নিয়ে ‘গ্রহ ধ্বংস’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সংকট রোধ করার ব্যর্থ প্রচেষ্টার কারণে বিশ্বকে ‘জলবায়ু সংকটের’ সম্মুখীন হতে হচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘অনেক সরকার তামাকের মতো মানবস্বাস্থ্যের ক্ষতি করে এমন পণ্যের বিজ্ঞাপন সীমাবদ্ধ বা নিষিদ্ধ করে। আমি প্রতিটি দেশকে জীবাশ্ম জ্বালানি কোম্পানির বিজ্ঞাপন নিষিদ্ধ করার আহ্বান জানাই। এবং আমি সংবাদমাধ্যম ও প্রযুক্তি সংস্থাগুলোকে জীবাশ্ম জ্বালানির বিজ্ঞাপন নেওয়া বন্ধ করার আহ্বান জানাই।’
গুতেরেস তার বক্তৃতায় বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) থেকে প্রকাশিত নতুন তথ্য উপস্থাপন করেন। তাতে দেখা গেছে, আগামী পাঁচ ক্যালেন্ডার বছরের মধ্যে বিশ্বের প্রাক শিল্প সময়ের উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।