আন্তর্জাতিক

বাইডেনের ছেলে ৩ অভিযোগে দোষী সাব্যস্ত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে অবৈধ বন্দুক রাখার সাথে সম্পর্কিত তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বাইডেন পরিবারের নিজ শহর ডেলাওয়ারের উইলমিংটনে এক সপ্তাহব্যাপী বিচারের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিচারে হান্টারের বেশিরভাগই নিকট আত্মীয় তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। তার পক্ষে এক জনও সাক্ষ্য দেয়নি। তিন ঘণ্টা আলোচনার পর জুরিরা হান্টারকে দোষী সাব্যস্ত করেছে।

২০১৮ সালের অক্টোবরে একটি কোল্ট রিভলভার কেনার জন্য ফর্ম পূরণ করার সময় হান্টারকে দুটি মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। প্রথমে হান্টার বলেছিলেন তিনি মাদকাসক্ত নন বা মাদক ব্যবহার করেন না এবং তারপরে বিবৃতিটিকে সত্য বলে ঘোষণা করেন। তৃতীয় একটি অভিযোগ ছিল, তিনি ১১ দিনের জন্য অবৈধভাবে বন্দুকটির মালিক ছিলেন। পরে তার ভগ্নিপতি এবং প্রেমিকা হ্যালি বাইডেন আতঙ্কে রিভলভারটি আবর্জনার বাক্সে ফেলে দিয়েছিলেন।