ফিলিস্তিনপন্থি ছাত্র বিক্ষোভকারীদের আরবি ভাষায় স্লোগানসহ কিছু বাক্যাংশ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনিপন্থি ছাত্রদের দায়ের করা একটি মামলায় বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ স্লোগান নিষিদ্ধ করেছে-এভাবে তাদের বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে কর্তৃপক্ষ।
ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন জানিয়েছে, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে শিক্ষার্থীদের বাকস্বাধীনতা রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।
সংস্থাটির মতে, বিশ্ববিদ্যালয় সম্প্রতি ছাত্র বিক্ষোভকারীদের ‘ইহুদিবাদ, ‘ইসরায়েল’, ‘নদী থেকে সমুদ্র’ এবং ‘আরবি ভাষায় কথা বলা’ শব্দগুলো ব্যবহার করতে নিষেধ করেছে। ইহুদিবাদ দমন করার ছদ্মবেশে কর্তৃপক্ষ এ কাজ করছে।