আন্তর্জাতিক

হুতিদের রাডার লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত রাডারগুলো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার পর থেকে লোহিত সাগরে দিয়ে যাতায়াত করা ইসরায়েল সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। হামলার আশঙ্কায় বিশ্বের অন্যতম ব্যস্ত এই রুট দিয়ে জাহাজ চলাচল অর্ধেকেরও বেশি কমে গেছে। 

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা হামলা চালিয়ে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলের সাতটি রাডার ধ্বংস করেছে। তবে এগুলো কীভাবে ধ্বংস করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, ‘এই রাডারগুলো হুতিদের সামুদ্রিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে বিপদে ফেলে দিতো।’

তবে হুতিরা এই হামলা বা কোনো সামরিক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি।