আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বন্যা ও ভূমিধস 

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তিন জন। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত সরকারি অফিস মেটিওশোইজ জানিয়েছে, শুক্রবার গ্রিসনের ক্যান্টনের মেসোলসিনা উপত্যকায় ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে এক ঘণ্টার মধ্যে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি অতিবৃষ্টি ছিল না, কিন্তু এত অল্প সময়ের মধ্যে বৃষ্টির ঘনত্ব সমস্যার সৃষ্টি করেছিল। বৃষ্টির এই ঘনত্ব প্রতি ৩০ বছরে একবার হয়।’

মেসোলসিনা উপত্যকায় বেশ কয়েকটি নদীর তীর প্লাবিত হয়েছে। পানির তোড়ে রাস্তা, মাঠ এবং গ্রামগুলো প্লাবিত হয়েছে।

গ্রিসন্স পুলিশ জানিয়েছে, সোর্তে গ্রামে তিনটি বাড়ি ও তিনটি গাড়ি পানিতে ভেসে গেছে। দুই পুলিশ কর্মকর্তা তাদের গাড়ি থেকে কোনোভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

প্রাথমিকভাবে চারজন নিখোঁজ হওয়ার খবর জানানো হলেও পরে এক নারীকে ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায় এবং তাকে নিকটবর্তী লুগানোতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও তিনজনের খোঁজে এখনও তল্লাশি চলছে। অনেক রাস্তা বন্ধ থাকায় পুলিশ লোকজনকে ওই অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। 

ভ্যালাইসের পশ্চিম ক্যান্টনে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের কারণে শুক্রবার থেকে ২৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।